চলেন আজকে আপনাদের শিখাই রাষ্ট্র নামক এই অক্টোপাসের হাত থেকে কীভাবে কিছুটা হলেও বেঁচে থাকবেন। 

এই উপমহাদেশে এসে পশ্চিমা ধাঁচের রাষ্ট্রের ধারণাটা একেবারে টয়লেট হয়ে গিয়েছে৷ উন্নত বিশ্বে রাষ্ট্রের মূল কাজ হলো নাগরিকদের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যা যা করা প্রয়োজন তা করা। আর উপমহাদেশে রাষ্ট্রের মূল কাজ হলো মহাজনী কায়দায় নাগরিকের সকল সুখ ছিনায় নেওয়া এবং নিরাপত্তা ও জাতীয়তাবাদের দোহাই দিয়ে নাগরিকের সকল স্বাধীনতা কেড়ে নেওয়া। এই উপমহাদেশে রাষ্ট্র কখনো নাগরিকদের জন্য ফাংশনই করতে পারে নাই। ফাংশন করেছে শুধু অ্যারিস্টোক্র্যাট, বুর্জোয়াদের জন্য।

তাইলে এই রাষ্ট্রের কবল থেকে বাঁচার উপায় কী?

 


দেখেন এই উপমহাদেশে আপনি রাষ্ট্রের জন্যই অনেক অধিকার থেকে, অনেক স্বাধীনতা থেকে বঞ্চিত হবেন এটি মেনে নেন। কিছু করার নাই আপাতত আপনার।

কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় এখনো রাষ্ট্র হাত দেয় নাই। খোদার ওয়াস্তে এইসব জায়গায় রাষ্ট্রকে হাত দিতে দিয়েন না। নাইলে অসীম ক্ষমতাধর রাষ্ট্রের সামনে রোবট আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। 

এই জায়গা গুলো হলো: 

✪ আপনি কোন ধর্মের কোন ফেরকা মানবেন সেইটা। মানে হলো রাষ্ট্র এখনো ঠিক করে দেয় না যে মুসলিম হলে আপনি কী নিজারি ইসমায়েলি শিয়া ফেরকা অনুসরণ করবেন নাকি সালাফী ফেরকা অনুসরণ করবেন। এইটা নিয়া রাষ্ট্রকে মাথা ঘামাইতে দিয়েন না। নাইলে দেখবেন আজকে আপনে সংখ্যাগরিষ্ঠ দেখে রাষ্ট্র আপনার ফেরকাকে সোয়াহীহ ইসলাম বলে ঘোষণা করলো এবং অন্য ফেরকা নিষিদ্ধ করে ওদের ঠ্যাঙাইলো। সেই আপনে কালকে সংখ্যালঘু হলে সে আপনাকে ঠ্যাঙাবে। 

✪ আপনে কার সাথে বিছানা শেয়ার করবেন সেইটা। রাষ্ট্রের হাতকে বেডরুম পর্যন্ত আসতে দিয়েন না। আখেরে আপনেই মারা খাবেন। সামাঝদারকে লিয়ে ইশারা হী কাফী হ্যায়। 

✪ আপনে কী কাপড় পড়বেন সেইটা। যার যা ইচ্ছা তা পড়ার অধিকার রাষ্ট্রের সকলের থাকতে হবে। কে কী পড়লে আপনার তাতে কী হয় তাতে যেনো কোনো নাগরিকের অধিকার খর্ব না হয়। এখানে রাষ্ট্রকে নাক গলাইতে দিয়েন না। পরে কালকে দেখবেন রাষ্ট্র আপনার হিজাব, টুপি নিয়ে টান দিচ্ছে।

উপরের সকল পয়েন্টে (আরও আছে পয়েন্ট কিন্তু মাথায় আসতেছে না) যদি আপনি রাষ্ট্রকে হাত দিতে দেন তাহলে আজকে আপনি সংখ্যাগুরু দেখে আপনার কথা শুনবে এবং অন্যদের ঠ্যাঙাবে। আবার কালকে আপনি সংখ্যালঘু তাহলে আপনারে ঠ্যাঙাবে। উপমহাদেশে রাষ্ট্র এভাবেই কাজ করে। নাগরিক ভাত পাক আর না পাক তার ঠ্যাঙানো মিস নাই। 

Comments

Popular Posts