আসেন আপনাগোরে সন্ত্রাস নিয়া পাঠ দেই।

সন্ত্রাসী কারে বলে? উত্তর হইলো যে বিনা কারণে কোনো মানুষের উপর হামলা কইরা তার জান মালের ক্ষতি করে তারে সন্ত্রাসী বলে।
ওয়েল এন্ড গুড। তাইলে বর্তমান কনটেক্সটে একটা প্রশ্ন উঠানো যায়। সেইটা হইলো হামাস কী সন্ত্রাসী সংগঠন কি না?
উত্তর হইলো না। কারণ কী? তারা তো ইসরায়েলের সাধারণ মানুষজনরেও মারলো। মারছে সেটা ঠিক আছে। কিন্তু এই কাজের জন্য হামাসরে সন্ত্রাসী সংগঠন বলা যায় না।
এই প্রসঙ্গে আমরা ব্রিটিশ বিরোধী বিপ্লবী ক্ষুদিরামের ঘটনার দিকে চোখ দিতে পারি। তার মিশন ছিল কিংসফোর্ডরে মাইরা ফালানো। কিন্তু মরলো এক অ্যাংলো ইন্ডিয়ান। এইটা সন্ত্রাস না। কারণ ক্ষুদিরামের কাজ ছিলো দেশের স্বাধীনতার জন্য। কিংসফোর্ড মরলে এক বিশাল জনগোষ্ঠী কলোনিয়াল শাসনের হাত থাইকা মুক্ত হইতো। যতক্ষণ না ভারত কলোনিয়াল শাসন থেকে মুক্তি পাইতেসে ততক্ষণ তার এই কাজ জাস্টিফায়েড।
একই ঘটনা হামাসেরও। ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা তথা মিন আন নহর ইলা আল বাহরের অধিকার পাওয়ার আগ পর্যন্ত হামাস তথা ফিলিস্তিনিদের প্রতিটা হামলা জাস্টিফায়েড। এগুলা একটাও সন্ত্রাস না। করণ এই হামলাগুলার উদ্দেশ্য শুধুই ফিলিস্তিনের স্বাধীনতা।
আবার ইসরায়েল এইধরনের কাজ ফিলিস্তিনের সাথে কয়েক দশক ধইরা কইরা যাইতেসে। এইটা সন্ত্রাস। কারণ ইসরায়েলের তো স্বাধীন হবার বালাই নাই।

Comments

Popular Posts