চ্যারিটির স্বরূপটা আসলে কী?

স্বরূপটা হইলো যে শোষকের নির্যাতন চালায় যাবার জন্য শোষিতরে বাঁচায় রাখনের প্রয়াস এই চ্যারিটি। শোষিতরে শোষণ থেইকা মুক্তি দেয় না চ্যারিটি। দিতে চায়ও না। মুক্তি দিলে তো সে আর দাতব্য কাজ করতে পারব না। তার লাভের হিস্যা কইমা যাইবো। চ্যারিটি মানেই শোষকরে তার কাম চালায় যাওনের সার্টিফিকেট প্রদান। ঠিক এই কারণে রেশনিং সিস্টেমও ক্ষতিকর।
কথা গুলা কমি ভাবাপন্ন হইলেও কথা সত্য।

Comments

Popular Posts