৬ ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন৷ ১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশের শেষ সামরিক জান্তা লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতাকে বিদায় জানান। জনগণের আপোষহীন আন্দোলনের ফলে জান্তা সরকার বাধ্য হয়ে পদত্যাগ করেন৷ সকল রাজনৈতিক দল ইতিহাসে প্রথমবার একসাথে কোনো আন্দোলনে নামে।

কিন্তু এরশাদের পদত্যাগের পিছনে আরেকজন অরাজনৈতিক ব্যক্তির বিশাল অবদান ছিলো। তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর তখনকার চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নূরউদ্দিন খান। ১৯৯০ সালের ডিসেম্বরের প্রথম দিকে এরশাদ জেনারেল নূরউদ্দিনকে বলেন তিনি দেশে মার্শাল ল' জারি করবেন। এজন্য তিনি সেনাবাহিনীর সমর্থন দবি করেন। আন্দোলন দমানোর জন্য দরকার হলে সরাসরি গুলি করার আদেশ দেন এরশাদ। এসময়েই এরশাদেরই নিয়োগ দেয়া সেনাপ্রধান নূরউদ্দিন বেঁকে বসেন৷ তিনি এরশাদকে বলেন যে তিনি এই কাজ করতে পারবেন না এবং এর সাথে তিনি এরশাদের পেছন থেকে সামরিক বাহিনীর সমর্থন উঠিয়ে নেন৷ জেনারেল নূরউদ্দিনের এই বিচক্ষণ পদক্ষেপটি এরশাদের পতনের পিছনে বিশাল ভূমিকা পালন করে। এই সিদ্ধান্ত তিনি না নিলে সেনাবাহিনী এবং জনগণ একে অন্যের প্রতিপক্ষ হয়ে যেত এবং বাংলাদেশের মানুষের মনে সেনাবাহিনীর প্রতি চিরজীবন ক্ষোভ বিরাজ করতো।

Comments

Popular Posts